লিটন কুমার ঢালী, বেতাগী:
বিগত ১৫ বছরে এই এলাকার কোন দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি। সবকিছুই শেখ হাসিনা সরকার লুটপাট করে নিয়ে গেছে। দেশের সমস্ত অর্থ লুটপাট করে দেশের বাহিরে পাচার করেছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে ছাত্রজনতার গণঅভূন্থানে ৫ আগস্ট হাসিনা পালিয়ে গেছে। ৫ আগস্টের পর বিভিন্ন মিডিয়ায় লুটপাটে এসব খবর প্রতিদিন আপনারা পত্রপত্রিকায় দেখছেন। কিছু সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন।
আমি যখন এই বরগুনা-২ আসনের এমপি তখন অনেক উন্নয়ন হয়েছে। বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আমনের সাবেক এমপি আলহাজ্ব নূরুল ইসলাম মনি বরগুনার বেতাগী সরকারি কলেজ মাঠে আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেলে জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
বেতাগী উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে সরকারি কলেজ মাঠে বিএনপি'র আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে জনসভায় প্রধানবক্তা ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের সভাপতি মো: শাহজাহান কবির। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটি শ্রমিকদলেরর সদস্য মো: মাহবুব আলম বাদল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুহুল আমিন, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপি' র যুগ্ম আহ্বায়ক মো: শাহীন, যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ আসাদ, যুগ্ম আহ্বায়ক নেছার খান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক কামাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবির।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান ও পৌর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান।