প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের অধীনে ঢাকা হতে খুলনার পদ্মা সেতু হয়ে নতুন রুটে চালু হতে যাচ্ছে নতুন আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেনটি চলাচল করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।রোববার (২৪ অক্টোবর) নতুন এই ট্রেনটি পরিচালনার পূর্বপ্রস্তুতি হিসেবে পরীক্ষামূলকভাবে ঢাকা হতে খুলনা অভিমুখে রওনা হয়।নতুন রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর বিষয়টি পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ নিশ্চিত করেছেন।
তবে নতুন এই ট্রেনটি কি নামে চলবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের পদ্মবিলা স্টেশন পর্যন্ত ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে। যশোরের পদ্মবিলা থেকে সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ১২ টি বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ১০০ কিলোমিটার গতিতে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১টা ১০ মিনিটে খুলনা স্টেশনে এসে পৌঁছায়। এটি ছিলো ট্রেনটির পরীক্ষামূলক তৃতীয় ট্রায়াল।রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী, রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় প্রকৌশলী (১) আব্দুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা ও খুলনায় উপস্থিত ছিলেন।
ডিআরএম জানান, আমরা সফলভাবে তিনটি ট্রায়াল সম্পন্ন করেছি। আমরা দেখলাম ঢাকা থেকে খুলনা পৌঁছাতে তিন ঘণ্টা ৪৫ থেকে ৫০ মিনিটে সময় লেগেছে। পরিকল্পনা আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেনের যাত্রা শুরু করা।
রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-২) বীরবল মণ্ডল জানান, ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে ভাঙ্গা জংশন থেকে নতুন রুটে নড়াইল-কাশিয়ানি এবং যশোরের সিঙ্গিয়া স্টেশন হয়ে খুলনায় ঢুকবে। ঢাকা থেকে খুলনার এই রুটটি নতুন। যে কারণে এই রুটে নতুন ট্রেন চালানো হবে।
রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রোববার ঢাকা থেকে নতুন রুটে ট্রেনটি খুলনা অভিমুখে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। নতুন ট্রেনের নামকরণ কি হবে তা জানা যায়নি।তিনি আরও জানান, নতুন ট্রেনে ১২টি যাত্রীবাহী বগি থাকছে। এরমধ্যে এসি চেয়ার এবং এসি স্লিপার বগিও রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও শিডিউল পেলেই নতুন ট্রেন চলাচল শুরু করবে।