লিটন কুমার ঢালী, বামনা থেকে:
দক্ষিণের জনপদ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের প্রাণকেন্দ্র অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ। উক্ত কলেজে হানাদার মুক্ত দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ নভেম্বর রোববার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করেন। এ সময় কলেজ প্রাঙ্গণে কয়েকটি ফুল-ফলজ গাছ রোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার, সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ, বামনা উপজেলার সাংবাদিক মো: মাসুদ পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বামনা উপজেলার সৈয়দ রাহবার আহসান, মো.আতিকুল ইসলাম বাপ্পি, মো. মুনিম, রাকিব মোল্লা, শেখ মো. সোলায়মান ও মো. প্রান্ত খান। এছাড়া কলেজ শিক্ষার্থীদের মধ্যে তরিকুল, ইমন, স্বর্ণা, সুমি ও নুপুরসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ছিলো বামনা উপজেলার হানাদার মুক্ত দিবস। ওই দিন মুক্তিযোদ্ধারা কুয়াশাছন্ন ভোর রাতে বামনা থানা ভবন আক্রমণ করে পাক-হানাদারদের কাছ থানা ভবন মুক্ত করে। বামনা থানার পতাকাস্তম্ভে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। ভোরের সূর্য উদীত হওয়ার পূর্বেই বামনা থানা হয় হানাদারমুক্ত।