প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সেমিস্টার ফি কমানোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।গত ৩ নভেম্বর মাভাবিপ্রবি রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাবর্ষগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ক্রেডিট ফি ও অন্যান্য খাতের ফি নির্ধারণ করে দেওয়া হয়। তাতে বলা হয়, প্রতি ক্রেডিট আওয়ার ফি ১১০ টাকা, সেমিটার ফি ৫০০ টাকা, পরীক্ষা ফি ৫০০ টাকা, ল্যাব ফি ৫০০ টাকা (ল্যাব থাকা সাপেক্ষ), গ্রেডশিট ফি ১০০ টাকা ও পরিবহন ফি ৩০০ টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও শিক্ষাবর্ষভেদে আরও নির্দেশনা দেওয়া হয়।
তবে বিজ্ঞপ্তি দেওয়ার পর পরই শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সেই প্রেক্ষিতে গত ৯ নভেম্বর রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সেখানে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিস্টার ফি কমিয়ে আনার দাবি জানানো হয়।
এ দাবির বিষয়ে শিক্ষার্থী আখতারুজ্জামান সাজু বলেন, ২০১৮ সালে ক্রেডিট ফি কমানোর জন্য তৎকালীন প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। স্বাধীন ক্যাম্পাসে আমরা সব ধরনের ফি পুনরায় নির্ধারণের দাবি জানিয়েছি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির প্রতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। ক্রেডিট ফি-সংক্রান্ত দাবির বিষয়ে ভিসি স্যার অবগত আছেন।