প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
দেশে নতুন রুটে দেশে ঢুকে পড়ছে ইয়াবা। কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।বুধবার (২৭ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনে বৌয়ারা বাজার বিওপি এর বিশেষ টহলদলের মাদকবিরোধী অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ২০৮৫/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর এলাকা থেকে চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের সিজারমূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।