প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ থেকে ১৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজরা। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। এ দিকে চোট থেকে সেরে ওঠার চেষ্টা করে যাচ্ছেন শান্ত। তার সঙ্গে চোটের মিছিলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। চলমান উইন্ডিজ সিরিজে শান্ত-মুশফিকের খেলা অনেকটাই অনিশ্চিত। সেই খবরে চিন্তার ভাঁজ আরও গভীর করেছেন তাওহীদ হৃদয়। জাতীয় দলের এই ব্যাটারও চোটে আক্রান্ত। ব্যাটিং ব্যর্থতার মিছিলের গল্পের মধ্যে এটি আরও শঙ্কার ব্যাপার। অভিজ্ঞ এই তিন ব্যাটারকে ছাড়া রঙিন পোশাকে আরও ভুগতে হতে পারে বাংলাদেশকে। উইন্ডিজ সফরের শুরুতেই অ্যান্টিগা টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। চিরচেনা ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে আরও একটি হার দেখেছে টাইগার বাহিনী।
এবার দ্বিতীয় ও শেষ টেস্ট হবে জ্যামাইকার কিংসটনে অবস্থিত স্যাবাইনা পার্কে। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল রাত ৯টা থেকে। এরপরে রঙিন পোশাকে লড়াই শুরু হবে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ ও হৃদয় ফিরবেন বলে আশা করা হচ্ছিল। মুশফিকের না ফেরার বিষয়টি অনেক আগেই স্পষ্ট হয়েছে। শান্তকে নিয়েও তাড়াহুড়া করতে চায় না বিসিবি। তাই ওয়ানডে সিরিজে তাকে মিস করতে যাচ্ছে দল। এই জায়গা থেকে প্রস্তুত হচ্ছেন রিয়াদ। মিরপুরে তিনি নিজের মতো করে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতে হৃদয়ের চোটের খবর এসেছে। সামনে চ্যাম্পিয়নস ট্রফি থাকায় অধিনায়ক শান্তকে এখনই মাঠে ফেরানোর পক্ষে নয় বিসিবি। মাঠে নেমে আবারও চোটে পড়লে সমস্যা তখন আরও গুরুতর হবে। এই বিষয়টি বিবেচনা করে ওয়ানডেতেও তাকে দলের বাইরে রাখার পরিকল্পনা করা হচ্ছে বলে বিসিবির একটি সূত্র গতকাল জানিয়েছেন। তবে দলের অবস্থার ওপরও সেই পরিকল্পনা নির্ভর করছে বলে ঐ সূত্র জানিয়েছেন। আর তাওহীদ হৃদয়ের চোটের ব্যাপারে বিসিবির মেডিক্যাল টিম কাজ করছে বলে জানা গেছে। পরীক্ষা-নিরীক্ষার পরে হৃদয়কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ওয়ানডে। এই সিরিজের আগে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। ম্যাচ শেষে এক্সরে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ে। বিসিবি থেকে তখন জানানো হয়েছিল, মুশফিকের ডিআইপি জয়েন্টের কাছে বাঁ তর্জনীতে একটি চিড় ধরা পড়েছে। তখনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট থেকে ছিটকে যান মুশফিক। চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডে সিরিজেও তাকে পাওয়া যাবে না। আর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন শান্ত। শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।