প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। দেশে কত খেলা হয়। কিন্তু ফুটবল খেলাটা যেভাবে রক্তে নাচন ধরায়, সেরকম করে অন্য কোনো খেলা শিহরণ জাগাতে পারে না। ফুটবলের শৈল্পিকতা ভাঙা হৃদয় জোড়া লাগায়। নান্দনিক ফুটবলের ছোঁয়ায় চোখ ছলছল করে ওঠে। পায়ের কাছে ফুটবল গড়িয়ে এলে কেউ সেটাকে হাত দিয়ে ধরতে চায় না, লাথি মেরে উড়িয়ে দেওয়ার ইচ্ছা জাগে। এমন ফুটবলমন যাদের তারা কি বাংলাদেশের ফুটবলে সেটি দেখতে পান? ক্লাব ফুটবল কর্তারা কি এসব নিয়ে ভাবেন? সবার উত্তর আসবে না। এখন ক্লাব ফুটবল কর্তারা দর্শকের কথা ভাবেন না। দর্শককে ছন্দময় ফুটবল উপহার দেওয়ার মানসিকতা নেই ফুটবল কর্মকর্তাদের। বিশেষ করে যারা ক্লাব নেতৃত্বে নতুন এসেছেন, তাদের মধ্যে সেই মানসিকতার ভীষণ অভাব। সৃষ্টিশীলতার চিন্তা নেই। দর্শককে কীভাবে নতুন ভাবনা উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবিত না ফুটবলে নবযুগের কর্তারা। ভাবনায় শুধু কীভাবে ম্যাচ জেতা যায়। অথচ এটাই হচ্ছে দেশের ফুটবলে সবচেয়ে বড় লিগ। সবচেয়ে আকর্ষণীয় খেলা।
কোথাও আকর্ষণীয় কিছু থাকুক, না থাকুক। সেটি নিয়ে ফুটবল ক্লাব কর্মকর্তাদের ভাববার সময় নেই। দেশের প্রিমিয়ার ফুটবল লিগ আজ শুরু হবে। অথচ এটি নিয়ে আয়োজকদের বাড়তি আগ্রহ নেই। লিগটাকে কীভাবে ব্র্যান্ডিং করা যায়, সেটি নিয়ে আয়োজকদের মধ্য থেকে বাড়তি চিন্তাভাবনাও নেই। দেশের পাঁচ ভেন্যুতে খেলা হবে। ভেন্যুগুলোতে দর্শক আগ্রহ বাড়ানোর বিষয়ে নেই কোনো পরিকল্পনা। সাধারণ দর্শকদের ফুটবল মাঠমুখী করার কোনো উদ্যোগ নেই। প্রিমিয়ার লিগে ১০ ক্লাব খেলবে। খেলা হবে দেশের ৫ ভেন্যুতে। ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠ, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ এবং মুন্সীগঞ্জে খেলা হবে।
ফর্টিস এফসি খেলবে কিংসের ভেন্যুতে। ফর্টিস এফসিকে জায়গা দিয়েছে তারা। কুমিল্লায় মোহামেডান, আবাহনী, পুলিশ ও চট্টগ্রাম আবাহনীর ভেন্যু ময়মনসিংহের মাঠে, গাজীপুরে ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ভেন্যু। মুন্সীগঞ্জের ভেন্যু ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জের। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার শেষ হয়নি। এ বছর পুরোটাই লেগে যাবে। ১০ দলের রেলিগেশন হবে ২ দল। বিদেশি খেলোয়াড় সংখ্যা ৬টা। ৪ জন মাঠে নামবেন। বিদেশির বদলে বিদেশি খেলতে পারবে। কোনো ক্লাব যদি ৬টা বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করে তাহলে ১টা এশিয়ান ফুটবলার থাকা বাধ্যতামূলক।
গত লিগের আসরে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেও গোপালগঞ্জ ফুটবল দল খেলেনি। তাদের রেলিগেশন ধরে নেওয়া হয়। আর ব্রাদার্স ইউনিয়ন রেলিগেশন হয়ে হলেও তাদের বিশেষ ব্যবস্থায় প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দেওয়া হয়েছিল। এবারের লিগ চ্যাম্পিয়ন দল এএফসির সবচেয়ে নিচের সারির টুর্নামেন্ট চ্যালেঞ্জ লিগে খেলবে। গতবার খেলেছে বসুন্ধরা কিংস। তিন ম্যাচ খেলে তিনটাতেই লজ্জার হার হেরে এসেছে। ভুটানের ক্লাবের কাছেও হেরেছে বসুন্ধরা কিংস।
টানা ৫ লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের টার্গেট, এবার তারা লিগে ডাবল হ্যাটট্রিকের জন্য অভিযান শুরু করবে। লিগ রানার্সআপ মোহামেডান আগের মতোই রয়েছে। শক্তির খুব একটা পরিবর্তন হয়নি। তবে আবাহনীর অবস্থা ভালো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আবাহনীর অনেকেই উধাও। অর্থ সংকটে পড়ে মহবিপদেই রয়েছে। তারা এবার বিদেশি ফুটবলার নেয়নি।
সব দেশি ফুটবলার খেলবে। আরও দেড় মাস আগে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কর্মকর্তারা সেদিকে নজর দিতে পারেননি, কখনো বলেছেন, মাঠ প্রস্তুত না, কখনো বলেছেন দেশের পরিস্থিতি ভালো ছিল না। খোঁজ নিয়ে দেখা যায়, বাফুফে নির্বাচনি ব্যস্ততার কারণে। সেদিক মন দিতে পারেননি। তবে ভালো কথা হচ্ছে এবারের লিগের খেলাটা শুরু হচ্ছে শীতের হাওয়া নিয়ে, শীত মৌসুমে। উন্মুক্ত গ্যালারিতে যারা খেলা দেখতে আসবেন তারা তপ্ত রোদে পুড়বেন না।
প্রিমিয়ার ফুটবল লিগ আজ উদ্বোধনী ম্যাচ
ব্রাদার্স-পুলিশ, ২টা ৩০ মুন্সীগঞ্জ। মোহামেডান-ওয়ান্ডারার্স, ২টা ৩০, গাজীপুর। বসুন্ধরা কিংস-চট্টগ্রাম আবাহনী, ৫টা ৩০, ঢাকা।