প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে সপ্তম শ্রেণীর এক ছাত্র ও তার বাবাকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেটিজেনরা সমালোচনা করছে। মামলার আসামি তাওসিফুল করিম রাফি হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং তার বাবা রেজাউল করিম টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার।শিক্ষার্থীর বাবা রেজাউল করিম বলেন, আমার শিশু ছেলে তাওসিফুল করিম রাফি (১৪) হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। গত ২৮ নভেম্বর তার পরীক্ষা ছিল। গত ২৬ নভেম্বর ভোর ৪টার দিকে একই গ্রামের নুরুল আমিনের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই বদিউল আলম। ওই ঘটনায় আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইশরায় আমিও আমার স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়। মামলায় আমার স্কুল পড়ুয়া ছেলেকে আটক দেখিয়ে এই মামলায় আমাকে পলাতক দেখানো হয়।
তিনি আরও বলেন, অস্ত্র ও গুলি উদ্ধার করেছিল হ্নীলা দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের বসতঘর থেকে। পরে আমার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের কথা বলা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত ২৬ নভেম্বর রাতে হ্নীলা দরগা এলাকায় পুলিশ অভিযান চালায়। এমন সময় পুলিশ দেখে দুইজন পালিয়ে যেতে চাইলে তাওসিফুল করিম রাফিকে ধরে ফেলে পুলিশ। তারপর তার ডান হাতে থাকা নীল রঙের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং ৪০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, শিশু রাফি স্বীকার করেছে- সে তার বাবার নির্দেশে নুরুল আমিনের বাড়ির পেছনে অস্ত্র ও গুলি গুলো রাখতে যাচ্ছিল।