প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ঘরের মাঠে আয়াল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে যেন রেকর্ডের সিরিজ বানিয়ে ফেলেছে বাংলাদেশ নারী দল। সফরকারীদের দলটির বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ। ঐ ম্যাচ জয়ের পর শনিবার (৩০ নভেম্বর) দ্বিতীয় ম্যাচেও দেশের মাটিতে রেকর্ড রান তাড়া করে জিতেছে জ্যোতিরা। তবে এখানেই থামতে চান না তারা। এই সিরিজের শেষ করতে চান আরও একটি মাইলফলক ছোঁয়ার মাধ্যমেই।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটি জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের শেষ ম্যাচ নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনো কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’ এর আগে বাংলাদেশ দল এই সিরিজে যা-ই করছে তা রেকর্ড হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দলটা দেখেন, অনেক দিন ধরে এই ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনো যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’