প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
অবশেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ জ্যামাইকা টেস্টের টস হয়েছে। ভেজা আউটফিল্ডের কারণে কয়েক দফা পেছানো হয়। অবশেষে বাংলাদেশ সময় রাত দেড়টায় টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই টেস্টে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম ও পেসার শরীফুলে জায়গায় একাদশে এসেছেন নাহিদ রানা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ খেলবে প্রথম টেস্টের একাদশ নিয়েই।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। আগের ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।