প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
রাজধানীর রামপুরা এলাকা থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বর্ষা আক্তার (২৪)। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
বর্ষা আক্তারের মামা আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, তার ভাগনি ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। রামপুরায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন। কী কারণে তাঁর ভাগনি আত্মহত্যা করেছেন, তা তিনি জানেন না।রামপুরা থানার পুলিশ পরিদর্শক ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ বাসার দরজা ভেঙে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর বিছানা থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। তবে মুঠোফোন দুটি চালু করা সম্ভব হয়নি।ময়নাতদন্তের জন্য বর্ষা আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।