লিটন কুমার ঢালী, বেতাগী :
একুশে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তি পাওয়ায় বেতাগীতে বিএনপি'র আনন্দ মিছিল করেন। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বেতাগী পৌর শহরে এই মিছিল করেন উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি'র সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মো: শাহিন, যুগ্ম আহ্বায়ক নেছার খান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মামুন পারভেজ আসাদ, যুগ্ম আহ্বায়ক ফিরোজ খান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: কামাল হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবিরসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দশক আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিচারিক আদালত যাদের সাজা দিয়েছিলেন, তাদের সবাই খালাস পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিচারিক রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন) ও দণ্ডিত কয়েক জনের আপিলে শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রবিবার (১ ডিসেম্বর) এই রায় দেন।