প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে সেটি বন্ধ করার হুঁশিয়ারি দেন এই ছাত্র নেতারা। এ সময় ভারতের সকল পণ্য বয়কট করার হুঁশিয়ারি দেন তারা।সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে আটায় রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এর পরে রাত সাড়ে আটটার দিকে বিক্ষোভ মিছিলটি জাহাজ কোম্পানির মোড়হয়ে পায়রা চত্বর হয়ে আজাদ হোমিও হলের সামন দিয়ে আবার প্রেসক্লাব চত্বরে আসে বিক্ষোভটি। প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী, জেলার আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আলমগীর নয়ন, আল মিলন, রংপুর জেলার মুখপাত্র ইয়াসির আরাফার প্রমুখ।
বক্তারা বলেন, ভারতের আগ্রাসন বন্ধ করার জন্য ছাত্র জনতায় যথেষ্ট। আমরা এই বাংলাদেশে আর কোন ভারতীয় আগ্রাসন মেনে নেব না। এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ। ১৬-১৭ বছর বাংলাদেশ পরিচালনা করেছে ভারতের দালালিরা। আমরা সেই দালালদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ভয় করি না বুলেট বেমা আমরা জীবন দিতে প্রস্তুত। ভারত কখনই আমাদের বন্ধু ছিল না বন্ধু ছিল খুলি হাসিনার। বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে অনুরোধ জানান। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে সেটি বন্ধ করার হুঁশিয়ারি দেন এই ছাত্র নেতারা। এ সময় ভারতের সকল পণ্যকে বয়কট করার হুঁশিয়ারি দেন তারা।বিক্ষোভকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতারা আরও বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পন্ডুরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থি সংস্থা ‘হিন্দু সংগ্রাম সৃতি’ এ হামলা চালায়। এ সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।