প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
‘জাব উই মেট’ খ্যাত নির্মাতা ইমতিয়াজ আলীর হাত ধরে বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার ফাহাদ ফাসিলের। ‘মিউজিক্যাল লাভ স্টোরি’ নামে বলিউড সিনেমায় ফাহাদ ফাসিলের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা ইমতিয়াজ আলীর নতুন সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন।জানা যায়, গত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে ইমতিয়াজ ও ফাহাদের একাধিক বৈঠক হয়েছে। ছবির কাগজপত্রে সই নাকি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি!
মিউজিক্যাল লাভ স্টোরি সিনেমাটি হবে প্রেমের গল্পের ঘরানার-ই। তবে তার মধ্যেও কিছু টুইস্ট থাকবে। বর্তমানে সিনেমার চিত্রনাট্যর ঘষামাজা করছেন ইমতিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর প্রথম দিকেই এর শুটিং শুরু হয়ে যাবে।পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও থাকছেন ইমতিয়াজ। তার প্রযোজনা সংস্থার নাম ‘উইন্ডো সিট ফিল্মস’।
এর আগেও ইমতিয়াজ প্রযোজিত ‘লায়লা মজনু’তে কাজ করেছেন তৃপ্তি। কিন্তু পরিচালনায় কাজ করবেন এই প্রথমবার। ‘পুষ্পা ‘- সিনেমায় আইপিএস আধিকারিক ভৈরোঁ সিংহ শেখাওয়াতের চরিত্রে ফাহাদকে দেখে মুগ্ধ হয়েছিলেন নায়ক আল্লু অর্জুনও। খোলাখুলি বলেছিলেন, এই মুহূর্তে দেশের সেরা অভিনেতাদের অন্যতম ফহাদ। তার অভিনয়ের স্টাইলে আমি মুগ্ধ। কোনও প্রম্পটার ছাড়াই অভিনয় করেন। তেলুগু ভাষা জানেন না। ফলে নিজের সংলাপ লিখে নিয়ে বারবার তা পড়তে থাকেন। তারপর পর্দায় এমনভাবে সংলাপ বলেন, যেন তেলুগু তার মাতৃভাষা!