প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।টস জিতে ভালো শুরু আভাস দেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি সৌম্য। দলীয় ৩৪ রানে ১৮ বলে ১৯ রান করে আউট হন তিনি।
এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি লিটন দাস। ৭ বলে মাত্র ২ রান করে ফিরে গেছেন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। তাকে ভালো সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ।আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তানজিদ তামিম। সেই সঙ্গে মিরাজের ব্যাটে ভর করে রান বাড়ছে বাংলাদেশের। ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।