প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
তিন ফিফটিতে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। তবে এই পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেনি টাইগাররা। শেরফানে রাদারফোর্ডের সেঞ্চুরিতে ৫ উইকেটে হারে বাংলাদেশ। মাঝের ওভারগুলোতে উইকেট না পাওয়াকেই হারের কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ-তাসকিন ও তানজিম খুব ভালো বোলিং করেছে। কিন্তু মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি, উইকেট পাইনি। বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। এমন কিছু হতেই পারে। তবে উইকেট দেখে ভালো মনে হয়েছে এবং প্রতিপক্ষ ভালো খেলেছে।’
২৯৪ রানের মত বড় স্কোর গড়েও সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ইনিংস। টাইগারদের ইনিংস ডট বল হয়েছে ১৫৫টি। কিন্তু এটিকে সমস্যা মনে করেন না মিরাজ। তিনি বলেন, ‘ হ্যাঁ, আমরা সন্তুষ্টই ছিলাম। এই ধরনের উইকেটে জন্য ২৯৫ খুব ভালো স্কোর। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে হোপ ও রাদারফোর্ড। ভালো জুটি গড়েছে তারা।’হারের পর ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর কথা জানিয়ে মিরাজ বলেন, ‘অনেক কিছুই শিখতে পারি আমরা। আজ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করার দিকে মনোযোগ দিতে হবে দলকে। এখনও দুই ম্যাচ বাকি আছে। আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।’