প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ফরিদপুরের নগরকান্দায় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নাগারদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মোটরসাইকেল চালক শাওন মাতুব্বর (২৫) ও আরোহী মো. তাজিম সরদার (২০)। নিহত শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতব্বরের ছেলে। আর তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফর্দী গ্রামের হাবিব সরদারের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ওই মোটরসাইকেলে চালক ও দুই আরোহীসহ মোট তিনুজন ছিলেন। অপর আরোহী খালিদ শেখ (১৮) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনার দুজন নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। তকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গাও ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করি ও অপরজনকে ভাঙ্গা হাসপাতাল আনার পথে তার মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকী জানান, ভাঙ্গার পাশে নাগারদিয়া এলাকায় দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে ও অপরজনকে হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশ কাজ করছে।