মোঃ মিজানুর রহমান বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
জানা গেছে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের ছোট কড়িয়া গ্রামের অ্যাডভোকেট আকরাম সাহেবের ধানের পালায় কেবা কাহারা শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয়।
আগুনে ধান পোড়ার প্রচন্ড ধোঁয়ার গন্ধে গিয়াসউদ্দিন নামে এক যুবক ঘুম থেকে জেগে উঠে দেখে আগুনের লেলিহান শিখা জ্বলছে। সাথে সাথে গ্রামের মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি বলা হয়, পরে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে ৩টি ধানের পালার বেশিরভাগ ধান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। বাকি তিনটিতে মোটামুটি ভাবে আগুন নিভাতে সক্ষম হয়।
উল্লেখ্য অ্যাডভোকেট আকরাম উকিলের জমি বর্গা করত মনির শেখ,শহীদ শেখ ,গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ,খানজাহান আলী (খাজা,) ইনারা প্রায় ৩০/৪০ বিঘা জমি বর্গা করতো।কেবা কাহারা শত্রুতামূলকভাবে এদের ৬টি ধানের পালায় আগুন ধরিয়ে দিয়ে আনুমানিক এক থেকে দেড়শত মন ধান যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ধান পুড়ে দিয়েছে। একারণে এদের খাদ্যের সঙ্কট দেখা দিবে। বর্গাওয়ালারা বলেন কারো ক্ষতি করিনি তবুও কেন আমার এই ক্ষতি করলো। উল্লেখ্য, যারা জমি করে এনারা বিএনপি করতো। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় বিষয়টি খুবই দুঃখজনক যে ধানে আগুন দিল সে যেন মানুষের পেটে আগুন দিল। এ বিষয়ে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান কে জানানো হয়েছে সর্বশেষ বটিয়াঘাটা
থানায় মামলার প্রস্তুতি চলছে। এবং দোষীদের দূরত্ব গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।