পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারি ইউনিয়নের উদ্যোগে অফিস সহায়ক, ঝাড়ুদার, আয়াসহ বিভিন্ন দপ্তরে কর্মরত শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
৭ ই জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় নগরভবনের নীচতলায় সংক্ষিপ্ত এক আয়োজনে এই আয়োজন করা হয়েছে।
উক্ত কার্যক্রমে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব রুম্পা সিকদার, বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারি ইউনিয়নের সভাপতি নূর খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মানিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারি ইউনিয়নের শীত বস্ত্র বিতরণের এ মহতি উদ্যোগকে কর্মকর্তা কর্মচারীরা সাধুবাদ জানিয়েছেন।