আমি পথে হাঁটি,
আবার পথ ভুলে যাই !
যে বটের ছায়ায় বসে তুমি আমার গল্প লিখছিলে,
সে গল্পটাও ফিকে তামাসা আজ তোমার কাছে ,
কারণ,তুমি জানতে আমি হেরে যাব ।
আমি গাঁথি মালা,
আবার ছড়াই ফুল!
যে কথার মালা বুনেছিলেম দুজনে
বিনিসুতায় গেঁথে,
সে স্বপন ভেঙেছে মনের অজান্তে
কারণ তুমি জানতে ভার বৈতে আমি অপারগ।
আজ ভুলতে বসেছো,
ভুলেই গেছো শপথ!
যে কথা বলেছিলে নদীর কূলে বসে,
আমারই পানে চেয়ে হাতে রেখে হাত
সে হাত ছেড়ে দূরে করেছো বসবাস,
কারণ তুমি বুঝেছিলে আমি অযোগ্য
তোমার।
আমি আর ডাকবো না,
তোমায় পিছু ফেরাবো না!
যে পথে গেছো চলে যাও ফিরে চেও না,
মন কাঁদলেও তোমায় ভালোবাসি বলবো না
মনের ছোঁয়ায় ছুঁয়ে রবো মন,বুঝতে দেবো না!
ভালোবেসে যাবো আমি,
অনুভবে রবে তুমি সারাটা জীবন!
বলবো না ভালোবেসে,মধুময়ী বলে ডাকো একটিবার,
বোলো না সুনয়না ভালোবাসি অনেক খানি আমি তোমায়,
তোমায় দিলাম মুক্তি!ওড়ো মুক্ত আকাশে! মুক্ত বিহঙ্গ তুমি!