কে এম সোহেব জুয়েলঃ
গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের সাবেক জাতয়তাবাদী বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজ উদ্দিন খাঁন ৯৫ শনিবার ১৮ জানুয়ারি দুপুর -২ টায় বার্ধক্য জনীত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ —- রাজেউন। মৃতকালে স্ত্রী ৬ পুত্র ও ৫ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্ত বৃন্দ রেখেগেছেন।
মরহুমের জনাজার নামাজ ১৯ জানুয়ারি রবিবার সকাল ৯ টায় তার নিজ গ্রামের বাড়ি গৌরনদীর নলচিড়ায় অনুষ্ঠিত হইবে।