প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে আরেকটি ট্রেনের নিচে চাপা পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বুধবার (২২ জানুয়ারি) বিকালে মুম্বই থেকে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরে পাচোরার কাছে মাহেজি ও পরধাদে স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তা দত্তাত্রেয় কারালে জানিয়েছেন, ১২টি মরদেহ নিকটবর্তী সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পুষ্পক এক্সপ্রেস নামের একটি ট্রেনে যাত্রীরা সন্দেহজনক আগুনে আতঙ্কিত হয়ে জরুরি শিকল টানেন। তখন আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী লাফিয়ে নেমে পড়েন। এ সময় আরেক লাইন দিয়ে আসা কর্ণাটক এক্সপ্রেস ওই লোকদের ধাক্কা মারে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, আহত যাত্রীদের চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।