প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ইতালি পাঠানোর কথা বলে ৪ যুবককে লিবিয়া পাচারের অভিযোগে কামাল মাতুব্বর নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচর আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে।অভিযুক্ত কামাল মাতুব্বর ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কাদের মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে অর্ধশত মানুষের অভিযোগ রয়েছে।জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের বাসিন্দা রাজিব মাতুব্বর, নিজাম সরদার, তাইফুল, তারেক মাতুব্বর। তাদের সরাসরি ইতালি নেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে নেয়া হয় ১৩ লাখ টাকা করে। চুক্তি মোতাবেক টাকা দিলেও গত মার্চ মাসে ইতালির পরিবর্তে সবাইকে নেয়া হয় লিবিয়ায়। সেখানে এই যুবকদের বিক্রি করে দেয়া হয় মাফিয়াদের কাছে। নির্যাতন করে প্রত্যেকের পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপণের টাকা। এই ঘটনার অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
ভুক্তভোগীদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্য কামাল মাতুব্বর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। একদিকে ধারদেনা করে টাকা দিয়ে দিশেহারা পরিবার। অন্যদিকে আদরের সন্তানদের খোঁজ না পাওয়ায় পাগল প্রায় স্বজনরা পরে থানা ও আদালতে একাধিক মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে আদালতে আসেন প্রধান অভিযুক্ত কামাল। এসময় তর্কের এক পর্যায়ে কামালকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় ভুক্তভোগীরা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, কামাল মাতুব্বরের বিরুদ্ধে ডাসার থানায় মামলা আছে। সেই মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।