প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, কেন্দ্রীয় কিয়েভ অঞ্চলে রাতভর হামলা চালানো হয়েছে। হামলার কারণে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক নারী এবং দুইজন পুরুষ নিহত হয়েছে। এ ছাড়া হামলায় একটি আবাসিক ভবন, আটটি বাড়ি, বাণিজ্যিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে রুশ কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ছোড়া ১২১টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ১৩টি রুশ অঞ্চলে ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকা আছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এরপরেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজারের বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।