প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ নিয়ে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কয়েকদিন পর চলতি সপ্তাহে ফিলিস্তিনি জেনিন এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বেআইনি প্রাণঘাতী শক্তি ব্যবহারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল প্রাণঘাতী অভিযান চালাচ্ছে। এসব অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম ও মানদণ্ড লঙ্ঘন। ইসরায়েলের যুদ্ধ লড়াইয়ের পদ্ধতিসহ অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের বিষয়টি গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
এর মধ্যে রয়েছে একাধিক বিমান হামলা এবং পালিয়ে যাওয়া বা নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টাকারী নিরস্ত্র বাসিন্দাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে মানবাধিকারের নিয়মাবলীর সাথে সঙ্গতিপূর্ণ আচরণবিধি গ্রহণ ও প্রয়োগ করার আহ্বান জানান।জাতিসংঘের মানবাধিকার দপ্তর যাচাই করে দেখেছে, গত মঙ্গলবার থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত ও ৪০ জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই নিরস্ত্র ছিল। মানবাধিকার দপ্তরের মুখপাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেক্ষাপটে সব হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানান।