লেখক:জহিরুল ইসলাম ইসহাকী
বাংলাদেশ, এক সবুজ-শ্যামল ভূখণ্ড, যার মাটিতে রয়েছে অগণিত সম্ভাবনার বীজ। এ দেশ শুধু এক ভূখণ্ডের নাম নয়; এটি ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের প্রতীক। আজকের বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দূরদর্শী পরিকল্পনা।
প্রতিটি ক্ষেত্রেই রয়েছে উন্নতির হাতছানি। অর্থনীতি ক্রমেই এগিয়ে যাচ্ছে, তবে এর মজবুত ভিত্তি গড়তে চাই টেকসই বিনিয়োগ। কৃষি থেকে শিল্প, প্রযুক্তি থেকে সেবা খাত—প্রতিটি ক্ষেত্রকে আরও আধুনিকায়ন করতে হবে। তৈরি করতে হবে কর্মসংস্থান, যেখানে তরুণরা তাদের দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করতে পারবে।
শিক্ষা আর গবেষণায় দেশকে নিয়ে যেতে হবে নতুন উচ্চতায়। মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শুধু সার্টিফিকেট নয়, চাই দক্ষতার চাষ। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকে।
স্বাস্থ্য খাতেও চাই আমূল পরিবর্তন। প্রত্যেক নাগরিক যেন সহজে স্বাস্থ্যসেবা পায়, সে ব্যবস্থা করতে হবে। গ্রামের মানুষ যেন চিকিৎসা পায় শহরের সমান মানসম্পন্ন, এটাই হতে হবে আমাদের অঙ্গীকার। বাংলাদেশের প্রকৃতি আমাদের গর্ব। এ দেশের নদী, পাহাড়, বন, এবং সমুদ্র আমাদের সৌন্দর্যের প্রতীক। তবে এই প্রকৃতিকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে চাই সচেতনতা ও কার্যকর পদক্ষেপ।
দেশের অগ্রগতির মূল শক্তি তার মানুষ। সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন সুশাসন, ন্যায়পরায়ণতা এবং নেতৃত্বের সততা। সবাই মিলে যদি দেশের জন্য কাজ করি, তবে একদিন বাংলাদেশ হয়ে উঠবে এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের উন্নতির শিখরে ওঠার স্বপ্ন কেবল একটি জাতির স্বপ্ন নয়, এটি এক মহাকাব্যের রূপক। এ স্বপ্নে রয়েছে আশা, সাহস এবং আত্মপ্রত্যয়ের প্রতিচ্ছবি। একসঙ্গে কাজ করলে, একদিন আমরা সেই কাঙ্ক্ষিত শিখরে পৌঁছাবো।