প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
খুব ভোরে কেঁপে ওঠে গোটা এলাকা। আকাশ ভরে যায় ধোঁয়ায়। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ভারতের মহারাষ্ট্রের ভাণ্ডারায় অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় তোলপাড় শুরু হয়। আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গতকাল সকালে যখন বিস্ফোরণ ঘটে, তখন কারখানায় কাজ চলছিল। ঘটনাটির পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাগপুরের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, আহতদের উদ্ধারের কাজ চলছে। বিস্ফোরণের পরই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিয়ে যাওয়া হয় দমকল বাহিনী এবং একাধিক অ্যাম্বুলেন্স। ভাণ্ডারার এই কারখানায় সিঙ্গল বেস ও ডবল বেস প্রপেল্যান্ট, রকেট, উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উৎপাদন হয়।
সংবাদমাধ্যম সূত্রের খবর, পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোলাবারুদ তৈরির এই কারখানায় বিস্ফোরণের কারণ ঠিক কী, তা সরকার জানায়নি।
বিস্ফোরণের অভিঘাতে কারখানার একটি ছাদ ধসে পড়েছে। তার নিচেই ১২-১৪ জন চাপা পড়েছিলেন বলে জানা গেছে। দ্রুত সেই ধ্বংসস্তূপ সরাতে আর্থমুভার নিয়ে গিয়ে কাজ শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই খবর মেলে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময়েই মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়েছিল উদ্ধারকারীদের পক্ষ থেকে। সময় যত এগিয়েছে, ততই বেড়েছে মৃত্যুর সংখ্যা। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, এই ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে এবং সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। — ইন্ডিয়া টাইমস