প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় তীব্র শীতে অন্তত ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন ইউএনআরডব্লিউএ এ খবর জানিয়েছে।ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গাজায় শীতের প্রকোপ এবং মানবিক সহায়তা কমে যাওয়ায় সংকটপূর্ণ পরিস্থিতির কথা জানিয়েছেন।নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, গাজার প্রায় ১০ লাখ ফিলিস্তিনি শীতের তীব্রতা থেকে অর্থবহ কোনো সুরক্ষা পায়নি।
এনআরসি অনুসারে, নভেম্বরের শেষের দিকে গাজার মাত্র ২৮৫,০০০ বাস্তুচ্যুত মানুষ প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী পেয়েছে। কিন্তু এখনো এখনো প্রায় ৯ লাখ ৪৫ হাজার লোকের সহায়তা প্রয়োজন।গত ১৫ জানুয়ারি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ঘোষণা দেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধবিরতি ঘোষণার জন্য দোহা, কায়রো ও ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হয়েছে।
তথ্যসূত্র: তাস