প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
গত বছরের ২৯ মে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য মো. গোলাম রাব্বানী।সেই নির্বাচনে গোলাম রাব্বানী মাত্র ২ হাজার ৭২৪টি ভোট পেয়ে জামানত হারান। এখন তিনি ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের (জিওপি) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক। বর্তমানে নওগাঁ শহরের বিভিন্ন দেয়ালে গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক এবং ভিপি নুরুল হক নুরের ছবিসহ নতুন বছরের রঙিন শুভেচ্ছা পোস্টার সাঁটিয়েছেন গোলাম রাব্বানী। গতবছরের ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের পর নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এমন খোলস পাল্টে তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়ক হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম রাব্বানীর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা (তালিকাভুক্ত) আলহাজ্ব আজিজার রহমান বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং একডালা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন। রাব্বানীর বড় চাচা বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনকে ২০০৪ সালে সর্বহারা নামক সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দিনে-দুপুরে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। সে সময় সর্বহারা নামক সন্ত্রাসী দলের দৌরাত্ম্য বেড়ে গেলে নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়ে ফ্রান্সে চলে যান গোলাম রাব্বানী।
এরপর ২০১৮ সালে দেশে ফেরার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। নিজেকে সক্রিয় কর্মী হিসেবে প্রচার করে নিজের স্থান পাকাপোক্ত করতে উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক কমিটিতে সদস্য পদ বাগিয়ে নেন বলে জানা যায়। মো. গোলাম রাব্বানীর কাছে বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ২০২১ সাল থেকে তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু তখন গণঅধিকার পরিষদের নিবন্ধন না থাকায় প্রকাশ্যে কিছু করতে পারেননি।
তার ভাষ্যমতে, তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন না। তবে তিনি বিভিন্ন সময় তৎকালীন স্থানীয় এমপিদের রোষানল থেকে বাঁচতেই মূলত আওয়ামী লীগের তকমা লাগিয়ে চলেছেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল খালেক দৈনিক ইত্তেফাককে জানান, ২০২১ সালের ২৫ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয় সেই প্রাথমিক কমিটিতে তার নাম ছিল। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চূড়ান্ত কমিটি থেকে তার নাম বাদ দেওয়া হয়।