প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের ৪৩ ক্যাটাগরির ‘জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)’ পদে নিয়োগ চূড়ান্তের পর যোগদানের জন্য জারি করা পৃথক প্রজ্ঞাপনের কার্যক্রম তিন মাস স্থগিত করেছেন হাইকোর্ট।সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া শওকত আকবরসহ ১৮ জনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
এর ফলে ৩ হাজার ৫৩৪ জনের ২৯ জানুয়ারি যোগদান আটকে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। প্রজ্ঞাপন অনুসারে এই প্রার্থীদের ২৯ জানুয়ারি যোগদানের কথা ছিল।
আদালতে রিটের পক্ষে আইনজীবী কায়সার কামাল এবং এ জেড এম নূরুল আমিন শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া। ২০২১ সালের ২৬ অক্টোবর এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরে ২০২২ সালের ১৮ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত। তবে এ নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’ হয়েছে দাবি করে গত বছর কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।