প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। ফলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী স্টেশন থেকে আন্তঃনগর, মেইল ও লোকালসহ কোনো ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এদিকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর চালায় কয়েকশো যাত্রী। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে যাত্রীরা ফিরে যায়। সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ মুখে বেশ কিছু ভাঙ্গা চেয়ার পড়ে আছে। ট্রেনের অপেক্ষায় রয়েছেন শত শত যাত্রী।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন চলাচল করে। মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি। সকালে কিছু টিকেটধারী যাত্রী বিক্ষুব্ধ হয়ে টিটিই অফিসের টেবিলের কাঁচ ও বাইরের কিছু চেয়ার ভাঙচুর করেছে। খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা স্টেশনে অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিকেট বিক্রি করা হলেও ট্রেন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বিক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা টিটিই কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করে। স্টেশনে পেতে রাখা কিছু চেয়ার ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে কর্তৃপক্ষ টিকিটের টাকা ফেরত দিলে যাত্রীরা চলে যায়।
স্টেশন মাস্টার ময়েন উদ্দিন জানান, ‘যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন, তাদের কাউন্টার থেকেই টাকা ফেরত দেওয়া হয়েছে। আর যারা অনলাইনে টিকিট কাটেন, তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে। এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।’ তিনি আরও জানান, সোমবার দিবাগত মধ্যরাত থেকে কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যাওয়ার ছিল না। মঙ্গলবার সকাল থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যের ছয়টি ট্রেন ছেড়ে যায়নি। তবে সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস মঙ্গলবার ভোরে রাজশাহী পৌঁছেছে।
উল্লেখ্য, মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রাজশাহীর রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কেন্দ্রীয় কমিটি কর্মবিরতি প্রত্যাহার করলে, ট্রেন চলবে।’