শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আটরশির মুরিদ খন্দকার শাহজাদা মেম্বারের জীবন কাহিনী । ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের গনসমাবেশ ইসালামী আন্দোলনের যৌথসভা  খুলনা ওয়েস্টার্ন ইন হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ। ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ সার্বিয়ান ভিসাসহ ২০ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, ভারতীয় ট্রাকচালক বেনাপোলে আটক। খুলনায় পথশিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। প্রশ্নে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, বাতিল হলো পরীক্ষা স্টুডেন্ট ভিসার আবেদন ফের চালু করলো যুক্তরাষ্ট্র জুলাই শুধু বিপ্লবের না, হান্নান মাসউদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস : নির্ঝর এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ভয় দেখানোর জন্য: নাহিদ ইসলাম

নিলামে উঠলো সাবেক এমপিদের আনা ২৪টি ল্যান্ড ক্রুজার

ডেস্ক রিপোর্টঃ / ৪৩
আপডেটঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের আনা ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।কাস্টমস কর্তৃপক্ষ সোমবার (২৭ জানুয়ারি) অনলাইনে এসব গাড়ি নিলামে তোলে। শুল্ক-করসহ এসব গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। এই লটে ২৪ জন সাবেক সংসদ সদস্যের আনা ল্যান্ড ক্রুজার ছাড়াও আরও ২০টি গাড়ি নিলামে তোলা হয়েছে।

শুল্ক-কর দিয়ে এসব বিলাসবহুল গাড়ি কেনার জন্য যে কেউ নিলামে অংশ নিতে পারবেন বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের বিলাসবহুল ৩১টি গাড়ির মধ্যে ২৪টি নিলামে তোলা হয়েছে। নিলামে অংশগ্রহণকারীদের দর বিবেচনায় এসব বিক্রি করা হবে।

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন। জাপান থেকে আমদানি করা এসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত ৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।

কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি করা ৩১টি গাড়ির মালিকেরা সাবেক সংসদ সদস্য হওয়ায় এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় ছাড় করানোর বিষয়টি আটকে যায়। পরবর্তীতে এনবিআরের নির্দেশনা অনুযায়ী শুল্ক-করসহ এসব গাড়ি ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট মালিকদের ঠিকানা বরাবর দুই দফায় চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। সে কারণে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এসব গাড়ি নিলামে তোলা হয়।যাদের গাড়ি নিলামে তোলা হয়েছে তারা হলেন– মোহাম্মদ আলী আরাফাত, সাইফুল ইসলাম, শাহজাহান ওমর, সৌরেন্দ্রনাথ চক্রর্তী, অনুপম শাহজাহান জয়, মোহাম্মদ সাদিক, এবিএম আনিসুজ্জামান, মজিবুর রহমান, জান্নাত আরা হেনরী, সাজ্জাদুল ইসলাম হাসান, সাদ্দাম হোসেন পাভেল, নাসের শাহরিয়ার জাহেদী, আবুল কালাম আজাদ, আবদুল মোতালেব, মোহাম্মদ আবদুল ওয়াহেদ, মো. তৌহিদুজ্জামান, শাহ সরওয়ার কবির, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, এস এম কামাল হোসেন, মুজিবুর রহমান, আসাদুজ্জামান ও আখতারুজ্জামান।

শুল্ক কর্মকর্তা সাকিব হোসেন বলেন, আমদানিকারকদের ঠিকানা জটিলতার কারণে বাকি সাতটি গাড়ি একইসাথে নিলামে তোলা যায়নি। পরে এসব গাড়ি নিলামে তোলা হবে।কাস্টমস কর্মকর্তারা জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিলামে অংশ নিতে পারবেন। আগ্রহী ক্রেতাদের সংরক্ষিত দরের কমপক্ষে ৬০ শতাংশ দর ডেকে নিলামে অংশ নিতে হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। পরদিন দর প্রস্তাব বিবেচনার পর বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের নতুন কার শেডে রাখা ল্যান্ড ক্রুজারগুলো আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি দেখতে যেতে পারবেন নিলামে অংশগ্রহণকারীরা।কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করেছেন। শুল্ক-কর হিসাব করে প্রতিটির সংরক্ষিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।কাস্টমস কর্মকর্তা সাকিব জানান, এই লটে বিভিন্ন সময়ে আমদানি করা আরও ২০টি গাড়ি নিলামে উঠছে। এর মধ্যে ল্যান্ড ক্রুজার, টয়োটা হ্যারিয়ার, ডাম্প ট্রাক, টয়োটা আরএভিফোর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com