প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হজরত মাওলানা শাহসুফী খাজা ফরিদপুরীর পবিত্র বেছালত (ওফাত) দিবস স্মরণে জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবারে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন শুরু হয়েছে। শনিবার ফজরের নামাজের পর থেকে ঐ সম্মেলনের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।
সম্মেলন উপলক্ষ্যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান জাকেরান ও ভক্তবৃন্দ কাফেলা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে এসে জমায়েত হচ্ছে। এ চার দিন নফল ইবাদত, মিলাদ মাহফিল, জিকির-আসকারের মধ্য দিয়ে সময় পার করবেন ভক্তবৃন্দরা। সম্মেলন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সদরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে সম্মেলনে এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় আড়াই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।