নিজস্ব প্রতিবেদক :
দেশের দক্ষিণের জনপদ বরগুনার পৌর এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন স্বামী এমন অভিযোগ পাওয়া গেছে। এ মর্মান্তিক হত্যাকান্ডের পরে স্বামী নিজেই থানায় আত্মসর্পণ করেন বলে জানা যায়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বরগুনা পৌর শহরের কলেজ রোডে স্বামী মো: আবুল কালাম আজাদ (৩৮) তার স্ত্রী আছমা আক্তার পুতুল (৩২) কে হত্যা করেন। ইউনূস মিয়ার ছেলে মো: আবুল কালাম আজাদ। এই দম্পতির দুই সন্তান, মেয়ে বড় রাকা মনি (১২) ও ছেলে রাফা (৫)।
নিহতের মেয়ে সপ্তম শ্রেনির ছাত্রী রাকা মনি (১২) জানান, তার মায়ের এক জোড়া হাতের চুড়ি অনেকদিন আগে বিক্রি করেছেন বাবা মো: আবুল কালাম আজাদ। এ নিয়ে প্রায়ই মা-বাবা মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিলো। তাছাড়া মায়ের বেতনের টাকা জোর করে নিয়ে যেতেন বাবা।
এলাকার সূত্রে জানা যায়,, গত রবিবার সন্ধ্যার পর নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করে স্ত্রী আছমাকে। ঘটনার আগে মেয়ে রাকা মনিকে পানীয় স্পিড এর সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পরিয়ে রাখা হয়।
বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যাকারী আবুল কালাম সন্ধ্যা ৭টার দিকে থানায় আসার পর ঘটনাস্থলে গিয়ে আছমাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পূবালী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক মো:জাকির হোসাইন বলেন, স্টাফ হিসেবে নিহত আছমা আক্তার ভালো ছিলেন। রবিবার অফিস করে সন্ধ্যায় বাসায় ফিরে গেছেন। তারপরেই এমন মর্মান্তিক ঘটনা শুনতে পান।