মেঘা রানী(শ্রেণী:একাদশ ,বিভাগ: বিজ্ঞান।
হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ,বামনা বরগুনা)
মিছিল করেছিল একসাথে সব জনগনে,
এই মিছিলে হয়েছিল কত না মানুষের ভীড়
তাদের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য গড়ে উঠেছে
চির উন্নত শির ।
সেদিন হারিয়েছিল কত না মায়ের সন্তান,
সেই মায়ের সন্তানেরা মাতৃভাষার জন্য
দিয়েছিল তাদের প্রাণ ।
সেদিন রফিক শফিক সালাম বরকত জব্বার ,
ভাষার জন্য তাদের প্রাণ দিয়েছিল
পুলিশ ভাষা প্রেমিকদের মারতেই ওই মিছিলে
গুলি ছুড়েছিল।
এই মিছিলে গিয়েছিল কত না অজানা ,
মানুষের প্রাণ
তারা এই ভাষার জন্যই করেছিল তাদের
জীবন বলিদান ।
তারা আজও আমাদের মাঝে বেঁচে আছে,
আমরাও এদেশের জন্য কাজ করব
যতটুকু শক্তি আমাদের কাছে আছে।