প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মহান ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, ভাষা শহীদদের আত্মদানের পথ বেয়েই আমরা মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
মোস্তফা আমীর ফয়সল বলেন, ভাষা শহীদদের গৌরবময় অবদান দেশ গড়ায় যথাযথভাবে কাজে লাগাতে হবে। সর্বস্তরের শুদ্ধ বাংলা চর্চার পাশাপাশি দেশপ্রেম, দায়িত্ব ও কর্তব্যবোধ, আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।