নিজস্ব প্রতিবেদক :
বরগুনা সদর উপজেলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রনির অব্যাহতি বাতিলের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সদর রোডে মিজান শপিং কমপ্লেক্স এর সামনে অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি'র সাবেক সফল সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান সাহেব, বরগুনা জেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম জাফর,বরগুনা জেলা মহিলা দলের সভানেত্রী শারমিন সুলতানা আসমা, বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য বাবুল কমিশনার,বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি পান্না মৃধা,বরগুনা সদর উপজেলা যুবদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম,বরগুনা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ জুয়েল প্যাদা,বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম বিল্লাহ ছোট্ট,বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ বশির উদ্দিন, ১ নং সহ-সভাপতি বরগুনা জেলা ছাত্রদল মেহেদী হাসান রাসেল,এছাড়াও ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,যুবদল, বিএনপির অনেক নেতৃবৃন্দ স্থানীয় লোক এবং সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রনি দলের জন্য ত্যাগী একজন ছাত্রনেতা। তাকে দলের জন্য প্রয়োজন। তার বহিষ্কারাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করা দলের স্বার্থে একান্ত প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত বরগুনা জেলা বিএনপি'র সাবেক সফল সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন বলেন, মেহেদী হাসান রনি অত্যন্ত নম্র ভদ্র একটি ছেলে, ছাএদলের জন্য মেহেদী হাসান রনির অনেক ভূমিকা রয়েছে, কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি মিথ্যে ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ছাত্রদল থেকে মেহেদী হাসান রনিকে বহিষ্কার করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের উদ্দেশ্য তিনি বলেন আপনাদের সহযোগিতায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ করে তিনি বলেন যাতে মেহেদী হাসান রনি অব্যহতি আদেশ বাতিল করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল ওয়াসি মতিন বলেন, মেহেদী হাসান রনি অত্যন্ত নম্র ভদ্র একটি ছেলে দলের প্রতি অত্যন্ত বিনয়ী। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন তিনি। গত ১৮ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে তার নিষ্পত্তি হয়েছে ৩১ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা কার্যালয়ে বসে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা অফিসে এক সংবাদ সম্মেলনে যাকে কেন্দ্র করে মেহেদী হাসান রনিকে বহিষ্কার করা হয়েছে সেই এটিএন নিউজ এর সাংবাদিক মাসুম বিল্লাহ স্পষ্ট বলেছেন উক্ত ঘটনার সাথে মেহেদী হাসান রনির কোন সম্পৃক্ততা ছিল না। মেহেদী হাসান রনি সম্পূর্ণ নির্দোষ।
মানববন্ধনে উপস্থিত উপজেলা যুবদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম বলেন,মেহেদী হাসান রনির উপরে অব্যহতি আদেশটা খুবই দুঃখজনক। যেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মেহেদী হাসান রনিকে অব্যহতি দেওয়া হয়েছে সেই ঘটনার সাথে কোন সম্পৃক্ততা নেই। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকদের কাছে অনুরোধ করবো তারা যাতে মেহেদী হাসান রনির অব্যহতি আদেশ প্রত্যাহার করেন।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রনি বলেন যে অভিযোগের উপরে ভিত্তি করে আমাকে বহিষ্কার করা হয়েছে তার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধন শেষে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দরা মেহেদী হাসান রনি প্রত্যাহার আদেশ বাতিলের জন্য শহরের বিভিন্ন গলিতে মিছিল করেন।