প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৮:০২ এ.এম
বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র
প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বাংলাদেশে সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটিতে সফরের ক্ষেত্রে মার্কিনিদের পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) মধ্যরাতে এ সতর্কতা জারি করা হয়।
পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক জারি করা লেভেল-৩ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পরিবহনকেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটনকেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে।এর আগে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের উপর এই সতর্কতা জারি করা হয়।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত