প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
যৌতুকের দাবিতে শশুর বাড়িতে গিয়ে স্ত্রী জামিলা খাতুন মিতু (২৫) ও শালী মুনিয়াকে মারপিট করেছে স্বামী মোঃ আল আমিন শেখ (২৯),পিতা-মৃত মজিদ শেখ,তার ভাই লামিন শেখ (২২),পিতা-মৃত মজিদ শেখ ও তার মা আখিঁ বেগম। তাদের বর্তমান ঠিকানা কবির বটতলা বিল পাবলা, থানা-দৌলতপুর,খুলনা।
এসময় মারপিট ঠেকাতে এসে স্ত্রী জামিলা খাতুনের মামাতো বোন মুনিয়া(১৮) কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে ঘটনাস্থল থেকে আত্মীয়স্বজনরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলা জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
খুমেক হাসপাতালের সূত্রে জানা যায়, সোমবার ( ১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উক্ত এলাকায় আল-আমিন শেখ তার ভাই ও মা মিলে শশুর বাড়িতে গিয়ে যৌতুকের টাকা দাবি করেন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে আল-আমিন শেখ তার স্ত্রী জামিলা খাতুন মিতুকে মারপিট করে। এ সময় মারপিট ঠেকাতে এগিয়ে আসলে স্ত্রীর মামাতো বোন মুনিয়াকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে সোমবার রাত ১১টায় (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাসপাতালের সার্জারি ইউনিট-১ এর (৯+১০) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্রে যানা যায়, পারিবারিক পছন্দে মোছাঃ জামিলা খাতুন মিতু (২৫) এর গত দুই বছর পূর্বে আল-আমিন শেখ এর সাথে বিবাহ হয়। এসময় জামিলা খাতুন মিতুর পরিবারকে বলা হয়েছে ছেলে আল আমিন শেখ একটি স্কুলে চাকরি করেন ও তার দৌলতপুর রং এর ডিলার এর ব্যবসা আছে। কিন্তু তা ছিল সব মিথ্যা তার আগেও আল-আমিন শেখের একটি বিবাহ ছিল সেটিও আমাদের সাথে গোপন করেছে আল আমিন ও তার পরিবার।
বিবাহের পরে স্বামী আল আমিন শেখ,তার মা আখি বেগম, ভাই লামিন শেখ বিভিন্ন বিষয় যৌতুকের দাবিতে জামিলা খাতুনকে নির্যাতন করতেন। মোছাঃ জামিলা খাতুন মিতুর ভাই মো: সোহেল বলেন আমার বোন গত ৫দিন পূর্বে আমাদের বাড়ীতে আসে। সেই থেকে আমার বোন আমার বাড়ীতে আছে।
কিন্তু গত (১০মার্চ২০২৫ তারিখ) বিকাল ৫ ঘটিকার সময় আমার বোনের স্বামী আল-আমিন শেখ, মা ও তার লামিন ভাইসহ কিছু লোক আমার বাড়িতে এসে আমার বোনকে বলে এ বাড়িতে আসছো টাকা নিতে চল এখন আমাদের সাথে । পরে তাদের মধ্যে কথাবার্তার একপর্যায় আমার বোন তাদের সাথে যেতে না চাইলে আল আমিন শেখ আমার বোনকে কিল, ঘুষি, লাথি মারতে শুরু করে
আমার বোনের ডাকচিৎকারে আমার মামাতো বোন মুনিয়া খাতুন (১৮), আমার মামি ও আমি ঠেকাতে আসলে আল আমিন শেখ এর মা আখি বেগম ও তার ভাই লামিন শেখ আমাদের এলোপাথাড়ি ভাবে মারতে গুরুকরে আমাদের ডাকচিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলে আল আমিন শেখ এর মা আখি বেগম ও তার ভাই লামিন শেখ আমাদের জীবনে শেষ করে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তিনি আরো বলেন আমরা বটিয়াঘাটা থানায় একটা অভিযোগ দায়ের করে আমার বোনকে খুলনা হাসপাতালে ভর্তি করাই পরে মামলা করবো।