প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন মাসের শিশুকে জিম্মি করে তার মাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী এ সংক্রান্ত সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগেরদিন বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া পানি টাংকি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- আরিফ (৩২), ডালিম (৩৫), এবং বেলাল (৩৫)। অভিযুক্ত আরিফ ও ডালিম ভুক্তভোগীর স্বামীর প্রতিবেশী এবং বেলাল তাদের সহকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল পৌনে ছয়টার দিকে অভিযুক্ত আরিফ ইফতারি দেওয়ার নামে ভুক্তভোগীর দরজায় নক করেন। দরজা খুলে ইফতারি নেওয়ার পর দরজা বন্ধ করে দেন গৃহবধূ। পরবর্তীতে ইফতারির পর আরিফ পুনরায় দরজায় নক করলে গৃহবধূ দরজা খুলেন, আরিফ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। ওই সময় আরিফ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
গৃহবধূ চিৎকার করলে আরিফ তার শিশুকে ছিনিয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়। শিশুকে নিরাপদে ফেরত পেতে হলে গৃহবধূকে অনৈতিক সম্পর্কে জড়াতে হবে, এমনই হুমকি দেয় আরিফ।
ভুক্তভোগী আতঙ্কিত হয়ে তার স্বামীকে ফোন করে বিস্তারিত জানান। পরবর্তিতে তার স্বামী দ্রুত সহকর্মীসহ বাসায় ফিরে এসে আরিফের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর, অভিযুক্ত আরিফ ডালিম ও বেলাল আরও ১০ থেকে ১২ জনকে ডেকে এনে ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য হুমকি দেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।