প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:১৪ এ.এম
কাজ যখন চ্যালেঞ্জ হয়ে ওঠে
প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। একের পর এক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন সমসাময়িক সব বড় তারকার সঙ্গেই। এ প্রজন্মের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও।
সম্প্রতি দেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম। নাম ‘ঘুমপরী’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ফিল্মটির জন্য ব্যাপক সাড়া পাচ্ছেন এ অভিনেত্রী। গত ২০ ফেব্রুয়ারি ওটিটির একটি পেইড ভার্সনে মুক্তি পায় তিশা অভিনীত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।ফিল্মটিতে জ্যোতি নামে একটি চরিত্রে অভিনয় করেছেন তিশা। হাসপাতালের বেডে কোমায় থাকা চরিত্রটি দিয়ে নতুন করে দর্শকদের নজর কাড়লেন তিনি। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এ ফিল্মের গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছে। যখন শুটিং করছিলাম তখনই মনে হয়েছে দর্শক গ্রহণ করবেন। আমিও কাজটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। রিলিজের তিন সপ্তাহ হয়ে গেছে, এখনো দর্শকের রেসপন্স পাচ্ছি। এ অনুভূতি অদ্ভুত ভালো লাগার। দর্শকদের মন্তব্য আমাকে নাড়া দিয়েছে। বেশির ভাগই বলেছে, শেষের দিকে গল্পের ঘোর থেকে বের হতে পারছে না। এখন মনে হচ্ছে, আমার চ্যালেঞ্জ নেওয়া সার্থক হয়েছে। স্ক্রিনে আমার প্রেজেন্স একটু কম। যখন স্ক্রিনে আমি মিসিং থাকব, তখন মানুষ যেন ঘুমপরীকে খোঁজে এটাই ছিল আমার চ্যালেঞ্জ।’নিয়মিত ভালো কাজ করতে চান তানজিন তিশা। ভালো গল্প ও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকমনে নন্দিত অভিনয় শিল্পী হয়ে থাকতে চান তিনি।
ইত্তেফাক/
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত