প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পাবনরা সাঁথিয়ায় সিএনজি ও নছিমন মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও পাঁচ যাত্রী।শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাধপুর-সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া মোল্লা পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান (৪০) ও তার ৩ বছরের ছেলে হুযাইরা পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি গ্রামে বাড়ি।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে. দুপুর আড়াইটার দিকে হাফিজুর রহমান ও তার ছেলে সাঁথিয়া থেকে সিএনজি করে মাধপুর যাচ্ছিল। পথিমধ্যে সিএনজি চালিত অটোরিকশাটি হাটবাড়ীয়া মোল্লাপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন যাত্রী আহত হয়। স্থানীয়রা অবচেতন অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে হাফিজুর ও তার তিন বছরের ছেলে হুযাইরা মারা যায়।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নসিমনটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।