প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোটরসাইকেল চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের জটার মোড় এলাকার নয়ন শেখ ও রিকশাচালক চাঁদপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি তরমুজবাহী ট্রাক ঢাকা-ফরিদপুর মহাসড়কের সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি রিকশাকে ধাক্কা দিয়ে সড়কের উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নয়ন শেখ মারা যান। গুরুতর আহত রিকশাচালক শাজাহানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাজাহান শেখও মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে উদ্ধার কাজ শুরু করেছি। সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করছি। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।