বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
Jamaat Leaders Attend U.S. Independence Day Celebration in Dhaka. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ কালীগঞ্জে জুলাই গনঅভ্যুথানে শহিদ পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার এনসিপি নেতৃবৃন্দ তাজিয়া মিছিলে যেসব জিনিস বহন নিষিদ্ধ ফোর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিলো ইরান বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে লিফলেট বিতরণ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় রেডিও কিনে রাখতে বলছে ব্রিটিশ সরকার। চেতনানাশক স্প্রে করে দু’টি পরিবারের সর্বস্ব লুট। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়। UK Government Urges Citizens to Buy Radios Amid Fears of World War III. বাড়ি ছাড়লেন মুরাদনগরের নির্যাতিত সেই নারী এই দিন ভুলবো না কখনো: নিলা ইসরাফিল দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক শহরজুড়ে আতঙ্ক, শ্বাসরুদ্ধকর রহস্যের গল্প নিয়ে আসছে ‘কানাগলি’ চারুসহ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ১৪ জেলে আটক। এপিএসএস স্পাইন কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করে আজ দেশে ফিরলেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ ১৯ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার : খুলনায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। Bangladeshi Engineering Student Dies of Starvation in Japan. কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কলম, ফুল, কলমের বক্স ও অভিভাবকদের মাঝে খাবার পানি বিতরণ

আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ / ২৭
আপডেটঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের, সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিমওয়ার্ক জরুরি এবং বাংলাদেশে যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ।সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি। আমাদের দেখে লোকে হাততালি, এরা এসেছে। বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম এবং করতে পারি।…আমরা বাস্তবে পারি। আমাদের সে সুযোগ আছে। সেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি। এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি।’

নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস বলেন, ‘অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই। নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাব। এটা মুখে বলার দরকার নেই। কাজে বলব, যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দেবে যে হ্যাঁ, এই একটা কাজ এবং আশপাশের যারা আছে, তারা বলবে যে ভাই, আপনারা একটা কাজ দেখালেন। এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এই কাজ হতে পারে। পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ, পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়। খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখব, ভালোটা আগে করব। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত।’প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো। এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি। যেটি বলার জন্য, যে কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি। আমরা কী কী করলে হবে, সেই আলোচনাটা আমরা শুরু করি। যে এই এই জিনিস হলে, এটা একটা টিম ওয়ার্ক। তো এটা একক উপদেষ্টা হুকুম দিয়া দিল আর তোমরা করে ফেললে, এ রকম না। এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে সব চেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলো তোমরা, ‘‘পুলিশ বাহিনী’’।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com