প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালু তোলা নিয়ে সংঘর্ষের মধ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার তললীগ্রামে এ ঘটনা ঘটে বলে পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান।
নিহত মেহেদি হাসান রাকিব (২৫) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। তাবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, “বালু তোলা নিয়ে স্থানীয় ইয়াসিন নামের এক ব্যক্তির সঙ্গে মেহেদি হাসান রাকিবের বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় মেহেদিকে ইয়াসিনের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। “খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মরদেহ উদ্ধার করে। আর গুলিবিদ্ধ যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।