প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
গাজার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে সেনাবাহিনীকে সেই নির্দেশনাও দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে গতকালও গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল।অন্যদিকে গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়েছিলেন সেই সিদ্ধান্ত আদালতে আটকে গেছে। বরং নেতানিয়াহুর বাড়ির সামনে বিভিন্ন দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই এক অংশ দখলে করে নেবেন তারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামাস জিম্মিদের মুক্তি দিতে যত বেশি দেরি করবে, আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেব। গতকালও গাজায় হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে।