প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাকের পার্টি।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদানদের রূহের মাগফিরাত কামনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরন,সেই সঙ্গে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে ফাতেহা শরিফ পাঠ করে মোনাজাত করা হয়।
একইসঙ্গে সারা দেশে আজ সকালে জাকের পার্টি জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।