রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
যশোরে সাড়ে চার কোটি টাকার সোনারবারসহ আটক ২ বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হ্যামকো গ্রুপে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট, নিরাপত্তা কর্মী-শ্রমিক জিম্মি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত। এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া ফ্যাসিবাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে — আমীরে জামায়াত। আটরশির মুরিদ খন্দকার শাহজাদা মেম্বারের জীবন কাহিনী । ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের গনসমাবেশ ইসালামী আন্দোলনের যৌথসভা  খুলনা ওয়েস্টার্ন ইন হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ। ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

সরকারি আউটসোর্সিং কর্মীদের বেতন বাড়লো

ডেস্ক রিপোর্টঃ / ৪২
আপডেটঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:

প্রায় ছয় বছর পর সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং জনবলের বেতন বাড়ানো হয়েছে। নতুন পরিপত্র অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৫৭০ এবং সর্বোচ্চ ১ হাজার ১০২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদ্যমান পাঁচ ক্যাটাগরির সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি নতুন ক্যাটাগরি।অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে এই নির্দেশনা জারি করে। পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬০ হাজার আউটসোর্সিং কর্মী সরকারি দপ্তরে এবং আরও ১০ হাজার কর্মী বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, কর্মীদের তিনটি অঞ্চলে ভাগ করে বেতন নির্ধারণ করা হয়েছে—ঢাকা মহানগর, মেট্রোপলিটন শহর ও অন্যান্য এলাকা।ঢাকা মহানগরে ক্যাটাগরি-১ কর্মীদের বেতন ১৯ হাজার ১১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ হাজার ২১২ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ভারী যানবাহনের ড্রাইভার, সুপারভাইজার, কেয়ারটেকার, ওয়ার্ড মাস্টার, ইলেকট্রিশিয়ান, এসি ও পাম্প মেকানিক, জেনারেটর ও লিফট মেকানিক এবং টেকনিশিয়ানরা।

মেট্রোপলিটন শহরগুলো—চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে একই পদে কর্মরতরা পাবেন ১৯ হাজার ৮০ টাকা। আগে যা ছিল ১৮ হাজার ১২০ টাকা। অন্যান্য শহরে একই পদে বেতন বেড়ে হয়েছে ১৮ হাজার ৫১৪ টাকা।ক্যাটাগরি-২ এ থাকা হালকা যানবাহনের চালক, স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, পাম্প ও জেনারেটর অপারেটর এবং মিটার রিডারদের ক্ষেত্রে ঢাকা মহানগরের কর্মীরা পাবেন ১৯ হাজার ৬৩৬ টাকা। মেট্রোপলিটন এলাকায় এদের বেতন ১৮ হাজার ৫৪০ টাকা ও অন্যান্য অঞ্চলে ১৭ হাজার ৯৯২ টাকা।

ক্যাটাগরি-৩ এর টেইলার্স, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিন মেকানিক ও ডুবুরিদের বেতন ঢাকা মহানগরে ১৯ হাজার ২৩৬ টাকা, মেট্রোপলিটন শহরে ১৮ হাজার ১৬৫ এবং অন্যান্য শহরে ১৭ হাজার ৬৩০ টাকা।লন্ড্রি অপারেটর, সহকারী ইলেকট্রিশিয়ান, কুক, মালি ও অভিজ্ঞ কর্মীরা ক্যাটাগরি-৪ এর আওতায় পড়েন। এদের বেতন হবে যথাক্রমে ১৮ হাজার ৬৬০, ১৭ হাজার ৬২৫ এবং ১৭ হাজার ১০৮ টাকা।

নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, হেলপার ও লিফটম্যানদের জন্য নির্ধারিত ক্যাটাগরি-৫ অনুযায়ী, ঢাকায় বেতন হবে ১৮ হাজার ১৮০ টাকা। মেট্রোপলিটন শহরে এদের বেতন ১৭ হাজার ১৭৫ টাকা এবং অন্যান্য শহরে ১৬ হাজার ৬৭৩ টাকা।সরকার নতুনভাবে তিনটি বিশেষ ক্যাটাগরিও চালু করেছে। প্রথম বিশেষ ক্যাটাগরির আওতায় সমাজবিজ্ঞানী, ইঞ্জিনিয়ারিং ও আইটি সার্ভিস প্রোভাইডার, ট্রেইনার ও গবেষকদের বেতন নির্ধারিত হয়েছে ৪২ হাজার ৯৭৮ টাকা (ঢাকা মহানগর)। মেট্রোপলিটন শহরে এরা পাবেন ৪০ হাজার ৩০২ টাকা, অন্য শহরে ৩৮ হাজার ৯৬৪ টাকা।

দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইডার, অ্যাসোসিয়েট ট্রেইনার, অ্যাসিস্ট্যান্ট ইনসপেকশন সার্ভিস প্রোভাইডার ও ফোরম্যান পদ। বেতন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৮ হাজার ৩৬৯, ২৬ হাজার ৬৩৬ এবং ২৫ হাজার ৭৬৯ টাকা।তৃতীয় বিশেষ ক্যাটাগরির সহকারী প্রশিক্ষক ও সহকারী টেকনিশিয়ানদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫৯৮, ২১ হাজার ২৭৯ ও ২০ হাজার ৬২০ টাকা। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আউটসোর্সিং কর্মীরা বছরে ১৫ দিন করে ছুটি পাবেন। নারী কর্মীরা পাবেন ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি। প্রত্যেক কর্মীকে বছরে দুটি উৎসব ভাতা ও একটি নববর্ষ ভাতা দেওয়া হবে। উৎসব ভাতা মাসিক বেতনের অর্ধেক এবং নববর্ষ ভাতা বেতনের ২০ শতাংশ হিসেবে নির্ধারিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com