প্রতিদিনের স্বদেশঃ
-চট্ট মহাসড়কের ঢাকা ফেনীর কসকায় অরিকশা-কাভার্ড ভ্যানের শক্তি আক্রমণ হয়েছে। প্ল্যান এক অটোরিকশা চালক সক্রিয় করা। গত (২৪ এপ্রিল) সোয়া ৪টার দিকে এ প্রচার।নিহত মিলন মিয়া (৩৫) নোয়াখালি জেলার সেনবাগ থানার কেসার এলাকার ইউনুস মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের কসকা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে। কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।