প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ইরানের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, ট্র্যাজেডি-পরবর্তী ক্ষতি দূর করতে মস্কো সহায়তার জন্য প্রস্তুত।এতে বলা হয়েছে, শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমর্থন রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পুতিন।
এর আগে শনিবার (২৬ এপ্রিল) পারস্য উপসাগর অঞ্চলে শহীদ রাজাই বন্দরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটে। সর্বশেষ তথ্য অনুসারে, ২৫ জন নিহত এবং প্রায় ১,৪০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বন্দরে এখনো ঘন ধোঁয়া উড়ছে। গতকাল বিস্ফোরণের পরপরই অনেকে ধারণা করতে থাকেন, সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে। তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, নাশকতার আলামত পাওয়া যায়নি।
জাফারি বলেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোতে বিশ্বাস না করে সরকারি তথ্যের জন্য সবাইকে অপেক্ষার আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা।তিনি বলেন, বিষাক্ত ধোঁয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত হতাহতের তথ্য জানা যাবে। বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে, এটি প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে।